এ তুমি কেমন তুমি ?

এ তুমি কেমন তুমি ?





এ তুমি কেমন তুমি ?
তোমায় নিয়ে কত্ত স্বপ্ন বুনি...
স্নিগ্ধ জ্যোৎস্নাময় রজনীগন্ধা ,
তুমিতে উজ্জ্বল আলোক রশ্মির আভা !
কল্পিত জগৎজুড়ে আছো তুমি ...
বলো প্রিয়...তোমায় কেমন করে ভুলি ?
জলস্রোতে ভেসে আসা বালুরাশি ...
হৃদপদ্মে বিক্ষত রক্তাক্ত কংক্রিট !
এ তুমি কেমন তুমি ?
আজ কেন তবে সব কিছু হয়ে গেছে-
 মিথ্যে ধূসর ছলনাময়  ...
হায় !! কেন তবে লাগে এতো অসহায়;
চশমার খাঁজে খাঁজে জমে আছে ধূলি কনা ...
প্রিয় তুমি কেন তবে আজ এত্ত ঝাপসা ?





 

Dreaming Rupss

ক্ষুদ্র ভূধরে তুচ্ছ এক মানব যাহা কিছুু কল্পনা কল্পিত হয় তাহা ক্ষুদ্রাকারে লিখিয়া ফেলি .....

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন